ঢাকা: জনগণের ওপর একটি নতুন পদ্ধতির নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জনগণের সঙ্গে আগে কোনো আলোচনা ছাড়া এই নতুন পদ্ধতি চাপানো হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এই প্রচেষ্টা অনৈতিক। জনগণ এখনও এই পদ্ধতির কৌশল সম্পর্কে জানে না। বোতামে শুধু টিপ দিবে, নাকি টিপসই দিবে, সেটা জনগণের কাছে জেনে নেওয়া উচিত।’
নজরুল ইসলাম খান বলেন, ‘পিআর পদ্ধতি অনেক ভালো এবং এটা উন্নত দেশগুলোতে করা হয়ে থাকে। কিন্তু আমার দেশের মানুষকে আগে এই বিষয়টা বুঝিয়ে নিতে হবে। কয়েকজন মানুষ বসে সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু এখন পর্যন্ত জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেননি বা তাদেরকে বুঝিয়ে দেননি যে আমরা এই পদ্ধতিতে আসতে চাচ্ছি আপনাদের মতামত কি? জনগণের সিদ্ধান্ত বা মতামত ছাড়া একটি পদ্ধতি চাপিয়ে দেওয়া ঠিক নয়।’
তিনি আরও উল্লেখ করেন, ‘যদি পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন হয়, তা সংবিধান বা সংসদের মাধ্যমে করা যেতে পারে, কিন্তু তা চলতি নির্বাচনের আগে বাস্তবায়ন করা সম্ভব নয়।’
এ সময় রাজনীতিতে বিএনপির অবস্থান সম্পর্কে নজরুল ইসলাম খান স্পষ্ট বার্তা দিয়ে বলেন ‘বিএনপি সর্বদা ওপেন রাজনৈতিক দল। আমরা কোনো ষড়যন্ত্র বা সন্দেহে বিশ্বাস করি না।’