Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৭:২৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৯:৪২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখনো গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার হয়নি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘এই দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে। বিগত ১৬ বছর ধরে ৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়ে দেশ শাসন করেছে। তাদের শাসনের মূলনীতি ছিল দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমন।’

তিনি আরও বলেন, ‘সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের মানচিত্র ধ্বংসের চেষ্টা চালিয়েছে। তবে গণতন্ত্র ফিরে পেতে এখনো অনেক পথ বাকি। আমাদের কাজ এখনো শেষ হয়নি। গণতন্ত্র এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়ত আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে।’

বিজ্ঞাপন

বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, ‘দেশে এখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। বরং নানা ধরনের চক্রান্ত ও মাস্টার প্ল্যানের গুজব ছড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি।’

সংবাদ সম্মেলনে রিজভী দলের সব স্তরের নেতাকর্মী ও জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এমপি

গণতন্ত্র বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর