Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি এবি পার্টির

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১৫:৩৬

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে আয়োজনের দাবি জানিয়েছে এবি পার্টি। দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, প্রয়োজনে নির্বাচনের তারিখ পিছিয়ে দিলেও তাদের আপত্তি নেই, তবে নির্বাচন অবশ্যই জুলাই সনদের আলোকে হতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফুয়াদ এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়সারা মনোভাব নিয়ে কাজ করছে। জনগণের মধ্যে ইতোমধ্যে কমিশনের সক্ষমতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। “ইসি বা কর্মকর্তাদের কারও সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা নেই। এসব ঠিক না করে নির্বাচন হলে তা ইতিহাসে সুষ্ঠু হলেও একতরফা নির্বাচন হিসেবে বিবেচিত হবে,” মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ভোটারের বয়সসীমা প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের দিন যাদের বয়স ১৭ হবে, তাদের ভোটাধিকার দেওয়া উচিত। কিন্তু কমিশন এ বিষয়ে কোনো আলোচনা করেনি।”

এছাড়া ঘোষিত রোডম্যাপে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন ফুয়াদ। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণায় অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কমিশন যদি সাধারণ পোস্টার নিজ উদ্যোগে তৈরি করত, তাহলে খরচ যেমন কমত, তেমনি পরিবেশও রক্ষা পেত।’

সংবাদ সম্মেলনে এবি পার্টির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এমপি

এবি পার্টি জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর