Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন: জাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১৬:০৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১৮:৪৮

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষের একটাই আকাঙ্ক্ষা— জনগণের প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিক। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী ফিজিওথেরাপিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্যাব সভাপতি কামরুজ্জামান কল্লোল, মহাসচিব তানভিরুল আলম, যুগ্ম মহাসচিব ডি এম নুরুল আমিন উৎপল, সাংগঠনিক সম্পাদক মহাসিন আকন্দ, যুগ্ম মহাসচিব সাদ্দাম হোসেন রাহুল, কোষাধ্যক্ষ রাসেল হুদা, যুগ্ম মহাসচিব মো. মোজাম্মেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে বৈঠক, ভোটার তালিকা হালনাগাদ ও প্রকাশ, পরে নির্বাচনের তফসিল ঘোষণা। আমরা এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছি।’

তিনি আরও বলেন, বিএনপি মনে করে এই রোডম্যাপটি যুগোপযোগী এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আগামীতে ঘোষিত তফসিলের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডা. জাহিদ হোসেন স্বাস্থ্যসেবার গুরুত্ব নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘অনেকে মনে করে ডাক্তাররাই শুধু চিকিৎসা দেন। কিন্তু বাস্তবে একটি সমন্বিত টিমই রোগী ও জাতিকে সুস্থ রাখতে অগ্রণী ভূমিকা পালন করে।’

সারাবাংলা/এফএন/এমপি

এ জেড এম জাহিদ হোসেন নির্বাচন বিএনপি রোডম্যাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর