Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: এলডিপি মহাসচিব

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ২২:১৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ০৩:২৫

এলডিপির মাহসচিব ড. রেদোয়ান আহমেদ।

কুমিল্লা: জামায়াত পিআর পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে ভিন্ন কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মাহসচিব ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, ‘এভাবে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নেই । নির্বাচনি রোডম্যাপের পক্ষে ৯০ শতাংশ মানুষ মাঠে নেমে যাবে।’

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।

একই সময়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, ‘রোডম্যাপ ঘোষণা হওয়ায় কমিশনের প্রতি মানুষের আস্থা এসেছে। পুলিশ ও প্রশাসনে যেসব দুর্বলতা রয়েছে সেগুলো রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের আগেই সরকার চাইলে সারিয়ে নিতে পারবে।’

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম।

চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ কে এম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের ও গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।

এর আগে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর