Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১২:১০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৪:২২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হক নুর। ছবি: সারাবাংলা

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. মোস্তাক আহমেদ।

রোববার (৩১ আগস্ট) সকালে ডা. মোস্তাক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরের শরীরে চারটি গুরুতর সমস্যা ছিল— নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙেছে, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে ধীরে ধীরে সব সমস্যা কমছে। নুর এখন মুখে খেতে পারছেন, লবনের পরিমাণ ঠিক হয়েছে, ক্যাথেডারও খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে।

ডা. মোস্তাক আরও জানান, ৬ সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন রক্তাক্ত অবস্থায় নাকের ভেতর গজ ব্যান্ডেজ ছিল। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে, শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতাল নেওয়া হয়েছিল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

সারাবাংলা/এসএসআর/এমপি

গণঅধিকার পরিষদ নুরুল হক নুর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর