Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি মুজিবুর রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০

নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান।

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নুরকে দেখতে আসেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নায়েবে আমীর মুজিবুর রহমান। তিনি বলেন, “নুরকে যেভাবে আহত করা হয়েছে, তার নিন্দা করার ভাষা নেই। দেশ এখন ক্রান্তিকালে রয়েছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে যে আইন আছে, তার আওতায় সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করা প্রয়োজন। এভাবে ঘটনা ঘটতে থাকলে অন্য কারো সাথেও এমন ঘটনা ঘটতে পারে। যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গে তদন্ত করা জরুরি।”

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমপি

অধ্যাপক মুজিবুর রহমান গণঅধিকার পরিষদ নুরুল হক নুর বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর