Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাসে গিয়ে প্রচারণার অভিযোগ ডাকসু প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে

ঢাবি করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮

শ্রেণিকক্ষে গিয়ে প্রচারণার অভিযোগ উঠেছে ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে।

ঢাকা: ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে শ্রেণিকক্ষে গিয়ে প্রচারণার অভিযোগ উঠেছে ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চান বলে অভিযোগ করেছেন উপস্থিত কয়েকজন শিক্ষার্থী। একই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী বেলাল হোসাইন অপুকেও সঙ্গে দেখা গেছে।

ডাকসুর আচরণবিধি অনুযায়ী শ্রেণিকক্ষে বা পাঠদান চলাকালে কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ।

তবে অভিযোগ অস্বীকার করে ফরহাদ বলেন, তিনি কেবল শুভেচ্ছা বিনিময় করেছেন, কোনো ভোট চাননি বা লিফলেট বিতরণ করেননি।

বিজ্ঞাপন

আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/কেকে/এমপি

এস এম ফরহাদ ডাকসু প্রচারণা

বিজ্ঞাপন

আসছে ‘পুষ্পা ৩’
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর