Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রখ্যাত চিন্তক ও রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৯

বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিক ও সমাজবিজ্ঞানী বদরুদ্দীন উমর।

ঢাকা: বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিক ও সমাজবিজ্ঞানী বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অসুস্থ অবস্থায় বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর সকাল ১০টা ৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। বিস্তারিত পরে জানানো হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি, গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত ছিলেন বদরুদ্দীন উমর। পরবর্তীতে ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করে এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

প্রগতিশীল চিন্তাধারা, রাজনৈতিক সংগ্রাম ও সমাজবিজ্ঞানচর্চায় তার অবদান দেশের বুদ্ধিজীবী সমাজে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে বর্ধমান টাউন স্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৫০ সালে বর্ধমান রাজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে ১৯৫৩ সালে স্নাতক ও ১৯৫৫ সালে স্নাতকোত্তর সম্পন্নের পর ১৯৬১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপিই ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর