ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হল কেন্দ্রের সামনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘ভিত্তিহীন’।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে তিনি বলেন, ‘টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের এক শিক্ষার্থী ভোট দিতে গিয়ে দেখেছেন, তার ভোট আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদকে দেওয়া হয়ে গেছে।’
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ভিপি পদে প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামিমসহ অন্যান্য প্রার্থী উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, রোকেয়া হল কেন্দ্রে শিবিরের প্রার্থীদের জন্য ভুয়া ভোটিং হয়েছে।
বিক্ষোভকারী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মিছিল করেন এবং “ভুয়া ভুয়া, প্রশাসন ভুয়া, প্রশাসনের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না” ইত্যাদি স্লোগান দেন।