Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য

ঢাবি করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫

সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবি উপাচার্য।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।’

উপাচার্য জানান, কার্জন হলে এক ভোটারকে ভুলক্রমে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। সমস্যাটি সমাধান করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টিএসসির কেন্দ্রে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট দেওয়ার অভিযোগেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আশা করি বিজয়ী ও পরাজিত সবাই ফলাফল মেনে নেবেন এবং স্বচ্ছতার কোনো ঘাটতি নেই তা স্বীকার করবেন।’

এর আগে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছে। এখনো সময় আছে এবং ভোটার আসছে। আশা করি উল্লেখযোগ্য ভোট পড়বে।’

সারাবাংলা/কেকে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর