Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানাই, এটা গণতন্ত্রের রীতি: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় তিনি এই শুভেচ্ছা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রে সবাইকে অভিনন্দন জানানো উচিত। তবে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে, যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বড় কোনো দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে ভালোভাবে এগোতে পারেনি। ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনগুলো প্রায়শই ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমে এসেছে।’

বিজ্ঞাপন

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও মন্তব্য করেন, ‘আমার মতে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি। তবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন। ডাকসু–চাকসু যাই হোক, এখানে যারা বিজয়ী হয়েছেন, কেউ কেউ পরবর্তীতে বড় রাজনীতিবিদ হয়েছেন, কেউ এখনও সংগ্রামে আছেন। এটি শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক।’

নির্বাচনী ফলাফল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়েছে। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান ১১,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সারাবাংলা/এফএন/এমপি

ডাকসু বিএনপি সালাউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

পূর্ণতায় পরীমণি
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২১

আরো

সম্পর্কিত খবর