ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পলায়িত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগোতে বাধা দিতে চায়, কিন্তু জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার সামনে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে নবগঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে জনগণ গণতন্ত্র ও পরিবর্তনের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উল্লেখ করেন এবং তাদের আত্মত্যাগ স্মরণে দোয়া ও ফাতিহা পাঠ করা হয়।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তার নেতৃত্বকে নতুন রূপরেখা হিসেবে উল্লেখ করেন।