ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটামের ঘোষণা দিয়েছে দলটি। তারা ঘটনার সঙ্গে জড়িত স্বরাষ্ট্র উপদেষ্টা ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। না হলে ৪৮ ঘণ্টা পর যমুনা বা সচিবালয় ঘেরাও কর্মসূচি নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তারা।
রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ কথা জানান।
দলের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, নুরুল হক নুরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে নতুন জটিলতা দেখা দেওয়ায় রাতেই তার বেশ কিছু রিপোর্ট করা হয়। রিপোর্টে সমস্যা ধরা পড়ায় তাকে আজ রিলিজ দেয়া হচ্ছে না। তিনি জানান, নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড়ে জটিলতা রয়েছে, পাশাপাশি লিভারের অবস্থা নিয়েও উদ্বেগ আছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার নুরকে বিদেশে নেওয়ার ঘোষণা দিলেও এখনও কোনো ব্যবস্থা হয়নি। সরকারের গড়িমসিকে লক্ষ্য করে তিনি বলেন, দলের পক্ষ থেকে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। সরকারের ঘোষণাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, হামলার এতদিন পার হলেও হামলাকারীদের বিরুদ্ধে সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। এজন্য তারা সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছে। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ৪৮ ঘণ্টার পর কঠোর কর্মসূচি নেওয়া হবে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন বা সচিবালয় ঘেরাও। তিনি হুঁশিয়ারি দেন, এই হামলায় স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত এবং তাকে পদত্যাগ করতে হবে।