Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআর পদ্ধতি উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত, গণতন্ত্রের জন্য বিপজ্জনক: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রস্তাবিত প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভোটিং পদ্ধতি দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। তিনি একে ‘উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, ‘জনগণের মধ্যে পিআর পদ্ধতি নিয়ে কোনো আগ্রহ নেই। মানুষ তাদের এলাকার প্রার্থীকে ভোট দিতে চায়, কিন্তু তালিকা-ভিত্তিক ভোটিং তাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

তিনি অভিযোগ করেন, ‘যখনই কোনো দল মনে করে একটি পদ্ধতি তাদের সুবিধা দেবে, তখন তারা সেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। পিআর পদ্ধতি আনার মাধ্যমে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে।’

বিজ্ঞাপন

রিজভী আরও বলেন, ‘‘ইসরায়েল, নেপালসহ বহু দেশে এ পদ্ধতি রাজনৈতিক অস্থিরতা ডেকে এনেছে। এমনকি ফ্রান্সের মতো উন্নত দেশও এ নিয়ে নতুন করে ভাবছে। বাংলাদেশের মতো অপরিণত গণতন্ত্রে এ ব্যবস্থা ‘ধ্বংসাত্মক’ হতে পারে।’’

ইভিএমের মতো পিআর পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ নিয়েও সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, ‘এটিও কারচুপির ঝুঁকি বাড়াবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘বিএনপি সবসময়ই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করে আসছে এবং ভবিষ্যতেও সেই নিয়মতান্ত্রিক রাজনীতির পথেই থাকবে।’

সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে জনগণকেন্দ্রিক নির্বাচন ব্যবস্থার দিকে মনোযোগ দেওয়া উচিত।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সহ-দফতর সম্পাদক মুনির হোসেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এমপি

নির্বাচন পিআর পদ্ধতি বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর