Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক বাগছাস নেত্রী শ্যামলী সুলতানার সঙ্গে বাগদান সারলেন হান্নান মাসউদ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৬

আবদুল হান্নান মাসউদ ও সাবেক বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর বাগদান সম্পন্ন।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ সাবেক বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ। এরআগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পারিবারিকভাবে স্বল্প পরিসরে এ বাগদান অনুষ্ঠিত হয়।

শ্যামলী সুলতানা জেদনী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় কমিটিতে সংগঠক পদে দায়িত্ব পালন করেছিলেন। তবে গত ২৮ ফেব্রুয়ারি তিনি সংগঠনটির দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

এনসিপির রাজনীতিতে সক্রিয় হান্নান মাসউদ এবং জুলাই আন্দোলনের সময় আলোচিত বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর এ বাগদানকে রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন
১০ নভেম্বর ২০২৫ ০১:০৯

আরো

সম্পর্কিত খবর