Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন: ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘দ্রোহ পর্ষদের’ প্যানেল ঘোষণা

চবি করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩

ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘দ্রোহ পর্ষদের’ প্যানেল ঘোষণা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্মিলিত জোট ‘দ্রোহ পর্ষদ’ প্যানেল ঘোষণা করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়ির সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।

প্যানেলে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রিজু লক্ষ্মী অবরোধকে ভিপি এবং ছাত্র ইউনিয়নের সভাপতি ইফাজ উদ্দিন আহমেদকে জিএস ও দফতর সম্পাদক শেখ জুনায়েদ কবিরকে এজিএস প্রার্থী করা হয়েছে।

বিজ্ঞাপন

দ্রোহ পর্ষদ প্যানেল থেকে দফতর সম্পাদক পদে নয়ন কৃষ্ণ সাহা, সহ দপ্তর সম্পাদক পদে অনুত্তর চাকমা , সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আছাদ বিন রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান ইপা, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রুৎমিলা মুমতাহিন নির্ঝরা।

গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে উমংনাইং। সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সোহেল রানা।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে রোহান আল মহান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এস. এম. ইব্রাহিম।

যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ট্যালেন্ট চাকমা, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে রুদাবা আদনিন অদিতি নির্বাচন করবেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে— বিসন চাকমা, জেস চাকমা ও অরিত্র রহমান নির্বাচন করবেন।

প্রসঙ্গত, চাকসু নির্বাচনে মোট ১১টি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্বিতা করবেন।

সারাবাংলা/এমআর/এমপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু ছাত্র ইউনিয়ন

বিজ্ঞাপন

রঙে রঙে গল্প যখন ঠোঁটে!
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর