শরীয়তপুর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু)-এর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেছেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর আগে গণভোট আয়োজন করা যেতে পারে। যদি অধিকাংশ মানুষ ও রাজনৈতিক দল এটি প্রয়োজন মনে করে, তবে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি চালু হতে পারে। আর যদি মানুষ মনে করে এর দরকার নেই, তবে এর প্রয়োজন নেই।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভিপি জিতু আরও বলেন, ‘আমরা চাই এই জিম্মিদশা থেকে বের হয়ে যোগ্যতার ভিত্তিতে কামার-কুমারের সন্তানও সুষ্ঠু রাজনীতিতে সুযোগ পাক। আগামীতে আমরা এমন রাজনীতি গড়ে তুলতে চাই, যেখানে দীর্ঘদিন ধরে যে সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, তা ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে।’
এ সময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।