Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৮

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী।

ঢাকা: নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী এসব বলেন।

তিনি বলেন, ‘নিউইয়র্কে মির্জা ফখরুলকে নিয়ে যে নানা অপপ্রচার শুরু হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই ধরনের কুপ্রচারের পেছনে কোনো বাস্তবতা নেই।’

রিজভী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দেশের একজন জাতীয় নেতা। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের একটি সভায় অংশ নিতে গিয়েছেন। আমরা তো ভিডিওতে কোথাও দেখিনি যে আমাদের বিএনপি মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেছে। এটা কিছু ইউটিউবার অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক ছড়ানো হচ্ছে।’

বিজ্ঞাপন

রিজভী সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের মনগড়া তথ্য প্রচার করবেন না। এগুলো সম্পূর্ণ মনগড়া বানোয়াট তথ্য।’

সারাবাংলা/এফএন/এমপি

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলগীর রুহুল কবির রিজভী লাঞ্ছিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর