চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া ৪ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, কেন্দ্রীয় সংসদে ১১ প্রার্থী ও হল সংসদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। আর তথ্যগত ভুল থাকায় ৪ জনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের পদগুলো থেকে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অন্যদিকে হল সংসদের মধ্য থেকে আলাওল হল, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল, অতিশ দীপঙ্কর হল, বিজয় ২৪ হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শাহজালাল হলে বিভিন্ন পদ থেকে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী সারাবাংলাকে বলেন, ‘চাকসু ও হল সংসদের মোট ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। এছাড়া ৪ জন প্রার্থীর তথ্যগত ভুল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’