ঢাকা: পোশাকখাতে সংস্কারের পক্ষে অবস্থান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেত্রী ডা. তাসনিম জারা।তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনা তাকে রাজনীতিতে আসতে প্রভাবিত করেছে এবং সেই অভিজ্ঞতার কারণে শ্রমিক অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে তিনি ও তার দল দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজিত এক উচ্চপর্যায়ের নৈশভোজে শ্রম আইন, শ্রমিক অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশের তিন প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখন আমি মেডিকেল শিক্ষার্থী হিসেবে আহতদের চিকিৎসায় স্বেচ্ছাসেবক ছিলাম। সেই মানবিক বিপর্যয় আমাকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করে।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও অনিরাপদ কাজের পরিবেশের চরম পরিণতি আমরা নিজের চোখে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি এবং এনসিপি দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অংশগ্রহণকারীরা বাংলাদেশের শ্রম খাতের বর্তমান অবস্থা, শ্রমিক অধিকার রক্ষা ও ভবিষ্যৎ সংস্কার নিয়ে মুক্ত ও গঠনমূলক মতবিনিময় করেন।