Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগকর্মী মিজানকে আটক করে দেশটির পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর জামিনে মুক্ত হন তিনি। তার মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল করে। এসময় তার সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘আমেরিকায় বিবেকবোধ বিক্রি করা সেই কুলাঙ্গার, যিনি আকতার হোসেনকে ডিম ছুঁড়েছেন, তার সঙ্গে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে কথা বলেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। একটা মানুষ কতটা ছোটলোক হতে পারে?’

বিজ্ঞাপন

সারজিস আলম আরও বলেন, ‘এ ধরনের নিচু মানসিকতার একজন নেতা যদি ১৬ বছর ধরে দেশের প্রধান থাকেন, তাহলে প্রতিটি সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছেই আরও বেশি ছোটলোকি দেখা স্বাভাবিক।’

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ ও ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।’

সারজিস আলমের এ মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সারাবাংলা/এফএন/এমপি

আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর