Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচন
ক্যাম্পাস বন্ধ হলেও থেমে নেই ছাত্রদলের প্রচার

রাবি করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৮ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৮

রাবি ক্যাম্পাস কার্যত বন্ধ থাকলেও ছাত্রদল নেতাকর্মীদের প্রচারণা থেমে নেই।

রাজশাহী: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস কার্যত বন্ধ থাকলেও ছাত্রদল নেতাকর্মীদের প্রচারণা থেমে নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য তারা বিভিন্ন হল ও ক্যাম্পাসকেন্দ্রিক কার্যক্রমে সক্রিয় থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিনোদপুর এলাকার মেসগুলোতে লিফলেট বিতরণ এবং কুশল বিনিময় করতে দেখা গেছে তাদের।

রাকসু নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। তবে ছাত্রদল এখন থেকেই ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মেসগুলোতে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। ক্যাম্পাস বন্ধ হলেও যারা হল ও মেসে অবস্থান করছেন, তাদের কাছে ভোট চাইতে দেখা গেছে তাদেরকে। বিনোদপুর সংলগ্ন মন্ডলের মেসে প্রচারণা করছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।

তিনি বলেন, ‘ক্যাম্পাস ছুটির ঘোষণার পরও যারা হলগুলোতে আছেন, তাদের খোঁজখবর নিচ্ছি এবং ভোট চাইছি। শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করছেন এবং ইতিবাচক প্রত্যাশা দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবির বলেন, ‘অনেকে এখনো রাজশাহীতে আছেন কারণ সামনে বিসিএস ও অন্যান্য একাডেমিক পরীক্ষা রয়েছে। আমরা মেসগুলোতে গিয়ে তাদের সুবিধা-অসুবিধার কথা শুনছি, কুশল বিনিময় করছি এবং দোয়া ও সমর্থন চাইছি। আশা করি শিক্ষার্থীরা আমাদের প্রার্থীদের মূল্যায়ন করবেন।’

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী যোগ করেন, ‘ছাত্রদল শিক্ষার্থীদের সংগঠন। ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও আমরা নিয়মিত শিক্ষার্থীদের খোঁজখবর নিই এবং শুভেচ্ছা বিনিময় করি। নির্বাচনের সময়ও আমাদের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছে।’

উল্লেখ্য, পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে রাকসু নির্বাচন যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই নির্বাচন কমিশন নতুন করে ১৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।

সারাবাংলা/এনএমই/এমপি

রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর