Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচন
আচরণবিধি লঙ্ঘনে ছাত্রদল-ছাত্রশিবিরের পালটাপালটি অভিযোগ

রাবি করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৯:৫৫

ছবি কোলাজ: সারাবাংলা

রাজশাহী: ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণায় নতুন উদ্যমে মাঠে নেমেছেন প্রার্থীরা, আবারও জমে উঠেছে নির্বাচনী আবহ। তবে এরই মধ্যে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একে অপরের বিরুদ্ধে পালটাপালটি অভিযোগ তুলেছে ছাত্রশিবির ও ছাত্রদল।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এবং বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দেয়।

ছাত্রশিবিরের অভিযোগে বলা হয়েছে, ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, আরবি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা প্রদান করছেন, নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার চালাচ্ছেন এবং রাকসুর ভোটার নন এমন ব্যক্তিরাও তাঁদের প্রচারণায় অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা এবং তাঁদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছেন— যা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট করছে।

ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ এনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘এর আগেও ছাত্রদল বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, তখন আমরা লিখিত অভিযোগ করিনি। এবার আমরা চাই রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হোক— তাই নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছি।’

অন্যদিকে শিবিরের বিরুদ্ধে অভিযোগ এনে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-এর সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, ‘বিভিন্ন প্যানেল হলে-হলে উপঢৌকন ও খাবারের প্যাকেট দিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করছে। আমরা এসবের প্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছি। শিবিরের অভিযোগ হাস্যকর, এর কোনো ভিত্তি নেই।’

তিনি আরও বলেন, ‘যারা উপঢৌকনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রভাবিত করতে চায়, তাদের বলব— রাবির শিক্ষার্থীরা মেধাবী ও বিবেকবান। এক প্যাকেট খাবারের বিনিময়ে তারা তাদের ভোট বিক্রি করবে না। আসুন, সবাই মিলে গ্রহণযোগ্য রাকসু নির্বাচন নিশ্চিত করি।’

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থিত দুই প্যানেল আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, আমরা সেগুলো পর্যালোচনা করে দেখব।’

সারাবাংলা/এনএমই/এমপি

রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর