Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন
 শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ছাত্রদল প্যানেলের

চবি করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৯:০৭

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণার আগে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “শিক্ষার্থীরা আমাদের ইশতেহার জানার জন্য অনেক আগ্রহী ছিলেন। ইশতেহার প্রণয়নের আগে আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের ভাবনা ও দাবি শুনেছি। সেই দাবি ও প্রত্যাশার ভিত্তিতেই আমাদের ৮ দফা ইশতেহার তৈরি করা হয়েছে। আমরা এই দফাগুলো বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।”

বিজ্ঞাপন

ঘোষিত ৮ দফা ইশতেহারে বলা হয়েছে—

  • শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা,
  • মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা,
  • শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান,
  • নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারীস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা,
  • পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারণ,
  • মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা,
  • সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের বিকাশ,
  • ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস পদপ্রার্থী শাফায়াত হোসেন, এজিএস পদপ্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক, অন্যান্য সদস্য এবং ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এমপি

ইশতেহার ঘোষণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর