Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনিসুর রহমান লাকুর মৃত্যুতে তারেক রহমানের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২০:০৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২০:২৫

ঢাকা: রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।

তারেক রহমান বলেন, ‘রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, রংপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু গতরাতে রংপুর যাওয়ার পথে পথিমধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মরহুম আনিসুর রহমান লাকু ছিলেন বিএনপির একজন বলিষ্ঠ নেতা। তিনি সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল হয়ে ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করেন। রংপুর জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তার মতো একজন সজ্জন রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায় দলের জন্য অপূরণীয় ক্ষতি।’

তারেক রহমান আরও বলেন, ‘তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। আমি আনিসুর রহমান লাকুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

সারাবাংলা/এফএন/এমপি

তারেক রহমান শোক

বিজ্ঞাপন

২২১ রানে থামল বাংলাদেশ
৮ অক্টোবর ২০২৫ ২১:৪৩

আরো

সম্পর্কিত খবর