ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ডাকা কর্মী সমাবেশ চলাকালীন ককটেল বিস্ফোরণ ঘটে এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। ফলে জাতীয় পার্টির ডাকা কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি রমনা) মাসুদ আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সমাবেশস্থলে আপাতত বিশৃঙ্খলা চলছে। সবকিছু পুলিশ পর্যবেক্ষণ করছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করছে। এর ফলে কয়েক দফা ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুঁড়েছে পুলিশ।’
দলটির কর্মী সমাবেশে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব পাটয়ারীর বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে সংঘর্ষের সময় চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। ঘটনার সময় জিএম কাদেরসহ নেতারা অস্থায়ীভাবে করা মঞ্চে উপস্থিত থাকলেও সংঘর্ষের সময় তারা সেখান থেকে সরে যান।