Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করা হবে: ডা. তাহের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:০৯

ঢাকা: গণমানুষের ৫ দফা দাবি মেনে না নিয়ে কোনো উপদেষ্টা যদি একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, তাদের নাম জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা— এগুলো এখন গণমানুষের মুক্তির দাবি। তিনি বলেন, এই দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী (আমিন বাজার) পর্যন্ত ২০ কিলোমিটার সড়কজুড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে মৎস্য ভবনের সামনে প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. তাহের আরও বলেন, ‘হাজার হাজার মানুষ সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেছে। তারপরও যদি সরকারের কানে না যায়, জনগণের ভাষা না বোঝে, তাহলে সরকার যেই ভাষা বুঝতে চায়—আমরা সেই ভাষায় দাবি আদায় করব। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তবে সরকার যদি সড়ক অবরোধ চায় বা রাজপথ উত্তাল দেখতে চায়, আমরা সেই কর্মসূচিতে বাধ্য হয়ে যাব।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়। দলীয় স্বার্থে নয়, জনগণের কল্যাণে রাজনীতি করে। একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ তাদের পতন চায়। ৫ আগস্ট পরবর্তী ওই দল ক্ষমতায় না থেকেও নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে সারাদেশে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাট শুরু করেছে। তারা কথায় সংস্কার চায়, কিন্তু কমিশনে বসলে নানা ধরনের টালবাহানা করে।’

সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিষয়ে তিনি বলেন, ‘প্রশাসনে একটি দলের অনুগত লোক বসিয়ে প্রহসনের নির্বাচন আয়োজন করা হচ্ছে। আন্তঃকালীন সরকারের আশ্বাস থাকলেও দেখা গেছে বাস্তবতা উলটো। জনপ্রশাসন সচিব হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন, তিনি একটি দলের প্রতি সরাসরি অনুগত এবং দুর্নীতিগ্রস্ত।’

ডা. তাহের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রশাসনে দলীয়করণ বন্ধ করে নিরপেক্ষ লোকদের পদায়ন করুন। প্রধান উপদেষ্টার প্রতি বলব, আপনি গ্রহণযোগ্য মানুষ। কিন্তু যারা আপনাকে ব্যবহার করে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের সরাতে হবে, নতুবা আপনার গ্রহণযোগ্যতা বজায় থাকবে না।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, সহকারি সেক্রেটারি যথাক্রমে মাওলানা এটিএম মা’ছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ডা. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মো. শামছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দসহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগরী উত্তর-দক্ষিণের দায়িত্বশীল নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

বিদ্যুতায়িত হয়ে তরুণীর মৃত্যু
১৪ অক্টোবর ২০২৫ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর