চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলোতে মোট শিক্ষার্থীর মাত্র ৩০ শতাংশের থাকার সুযোগ আছে। আরও ৭০ শতাংশ অর্থাৎ প্রায় ২০ হাজার শিক্ষার্থী থাকেন ক্যাম্পাসের বাইরে, যাদের অধিকাংশই চট্টগ্রাম নগরীতে অবস্থান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এসব শিক্ষার্থীর ভোট দেওয়ার সুবিধার্থে শাটল ট্রেন ও বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, ভোটের দিন আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম নগরী থেকে শাটল ট্রেন ১১ বার বিশ্ববিদ্যালয়ে যাবে এবং ১১ বার বিশ্ববিদ্যালয় থেকে নগরীতে আসবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নগরী থেকে বিশ্ববিদ্যালয়ে ৩০টি বাস চলাচল করবে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয় পৌঁছাবে সকাল ৮টা ২৫ মিনিটে। একই স্টেশন থেকে ৮টায় একটি ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ষোলশহর স্টেশন থেকে সকাল সাড়ে ৯টা, সোয়া ১০টা, বেলা সাড়ে ১১টা ও দুপুর পৌনে একটায় ট্রেন ছাড়বে।
এছাড়া চট্টগ্রাম রেলস্টেশন থেকে দুপুর আড়াইটা, বিকেল সাড়ে তিনটা, বিকেল ৫টা, রাত সাড়ে ৮টা ও রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে নগরীর ষোলশহর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৮টা ৪০ মিনিটে, সেটি ৯টা ১০ মিনিটে ষোলশহরে পৌঁছাবে। এরপর সকাল ৯টা ৫ মিনিট, সকাল সাড়ে ১০টা ও সকাল ১১টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ষোলশহরের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে।
এছাড়া দুপুর ১টা, দুপুর ২টা, বিকেল ৩টা ৩৫ মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট, রাত পৌনে ১০টা ও রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ৩০টি বিশেষ বাসের মধ্যে বুধবার সকাল ৯টায় নগরীর নিউমার্কেট থেকে পাঁচটি ভাড়া বাস এবং ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঁচটি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবে। সকাল ১০টায় আরও পাঁচটি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিকেল ৩টা ও বিকেল ৪টায় ক্যাম্পাস থেকে পাঁচটি করে বাস ষোলশহরের উদ্দেশ্যে ছাড়বে। সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় ক্যাম্পাস থেকে পাঁচটি বাস নিউমার্কেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ভোটের দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল সংক্রান্ত নির্দেশনা
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী’র সই এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটের দিন প্রক্টর অফিস নির্ধারিত চেকপোস্টের ভেতরে কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে পারবে না। ২টি চেকপোস্ট পর্যন্ত গাড়ি চলাচল করবে। চেকপোস্টগুলো হলো- তিন নম্বর গোডাউন ও ভিসি বাংলোর সামনে।
কোনো ধরনের বহিরাগত গাড়ি ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। কাটা পাহাড়ের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। চেকপোস্ট অতিক্রম করে শুধুমাত্র ৩ ধরনের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেওয়ার নিয়মিত পরিবহন, নির্বাচন কমিশনের কাজে ব্যবহৃত গাড়ি এবং সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী অথবা সাধারণ শিক্ষার্থীর গাড়ি চেকপোস্টের ভেতরে প্রবেশ করতে পারবে না। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীদের ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশের জন্য প্রক্টর অফিস থেকে সরবরাহ করা পাস-স্টিকার লাগবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংক্রান্ত যানবাহনের পাস ও স্টিকার প্রক্টরের কার্যালয় থেকে সরবরাহ করা হয়েছে।