Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এর চেয়ে ভালো কালি আর কোথাও পাইনি: চাকসু প্রধান নির্বাচন কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৩:১৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: ভোট দেওয়ার প্রমাণস্বরূপ অমোচনীয় কালি নিয়ে বিভিন্ন প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। তিনি বলেছেন, দেশে এর চেয়ে আর ভালো কালি তারা খুঁজে পাননি।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

এর আগে, অমোচনীয় কালি সহজেই মুছে যাচ্ছে বলে অভিযোগ তোলেন ছাত্রশিবির, ছাত্রদল ও ছাত্রফ্রন্ট-ছাত্র ইউনিয়নের প্যানেলের প্রার্থীরা।

এর জবাবে অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘সারাদেশে খুঁজে আমরা এর থেকে ভালো কালি আর পাইনি। হচ্ছে। আমরা বিভিন্ন বাজারে খুঁজেছি, কিন্তু এর চেয়ে ভালো কালি কোথাও পাইনি। সেজন্য আমাদের দায়সারা গোছের একটা কালি দিতে হয়েছে। এটা আমাদের জাতীয় অক্ষমতা। ডাকসুতে যে সমস্যা হয়েছে, জাকসুতে যে সমস্যা হয়েছে, এখানেও সেই সমস্যা।’

বিজ্ঞাপন

‘আমরা জাতীয় নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলাম অমোচনীয় কালির বিষয়টি। উনারা বলেছেন, ভোটের আগে উনারা জার্মানি থেকে কালি আমদানি করেন। ভোটের পর যেসব কালি থেকে যায়, সেগুলো ধ্বংস করে ফেলতে হয়। এটাই নির্বাচনের প্রটৌকল।’

কালি নিয়ে ভোটে কোনো সমস্যা হচ্ছে না দাবি করে তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের পরিচয় হল তার আইডি নম্বর এবং ছবিযুক্ত ভোটার তালিকা। এটা আমরা নিশ্চিত করেছি। তাহলে একজনের ভোট তো আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। আর অমোচনীয় কালি, এটা শিক্ষিত সমাজের জন্য খুব সম্মানজনকও কিছু না। কালি থাকলেও ভোট চলবে, কালি না থাকলেও কোনো সমস্যা হবে না।’

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর