Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি পূরণ হলে জুলাই সনদে সই করবে এনসিপি: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১২:১৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৪:৫৮

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ।

ঢাকা: জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির দাবি পূরণ হলে পরবর্তীতে সনদে স্বাক্ষর করতে পারে বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত লেখেন, ‘‘জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেহেতু এ সই অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। আমরা বারবার বলেছি— আইনি ভিত্তি ছাড়া এমন কোনো উদ্যোগ ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, আমরা কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করবো। দাবি পূরণ হলে পরবর্তীতে জুলাই সনদে সই করবে এনসিপি।’

এনসিপি আগেই জানিয়েছিল, দলটি ‘জুলাই সনদ’ প্রক্রিয়াকে সমর্থন করলেও এতে আইনি বৈধতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হলে তা সই করা সম্ভব নয়।

উল্লেখ্য, ঐকমত্য কমিশনের উদ্যোগে আজ (১৭ অক্টোবর) জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে, অন্যদিকে বিএনপি জানিয়েছে— তাদের ‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ হলে দলটি সনদে সই করবে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও
২ ডিসেম্বর ২০২৫ ২০:০১

আরো

সম্পর্কিত খবর