Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি-চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে: ড. হেলাল উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৫:১৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৬:২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, প্রত্যেক নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি ও চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে মুক্তির জন্য যেভাবে জাতি ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছে, তেমনই নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।’

বিজ্ঞাপন

ড. হেলাল উদ্দিন আরও বলেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস যারা করে, তারাই নতুন বাংলাদেশ গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা সারাদেশে দুর্নীতি ও সন্ত্রাস চালাচ্ছে, জনগণ তাদেরকে চেনে। পত্রিকা, টেলিভিশন, ফেসবুক বা ইউটিউবে তাদের নাম পরিচয় সহজেই পাওয়া যায়। ক্ষমতায় যাওয়ার আগেই দুর্নীতি, চাঁদাবাজি, খুন, গুম ও লটপাট যারা করছে, তারা ক্ষমতায় গেলে পরিস্থিতি কিরূপ হবে তা বোঝার অপেক্ষা রাখে না। দুই অবস্থাতেই তাদের চেহারা একই।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমনা থানা নায়েবে আমীর এডভোকেট সুলতান উদ্দীন, মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও রমনা থানা সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক, থানা কর্মপরিষদ সদস্য আবু মুছা, আহাম্মদ আলী সরকার, নজরুল ইসলাম রিয়াজ, আকবর হোসাইন, মিজানুর রহমান, নাসির উদ্দীনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও সকল রোগীকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

অমৃত ফল আমলকি
১৮ অক্টোবর ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর