Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৮:৪৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৯:৩০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক আগুন লাগার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে তা স্বৈরাচারের দোসরদের গভীর চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ।’

তিনি লেখেন, ‘স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে। বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখিনা। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পিছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।’

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, তথাকথিত তদন্ত কমিটি গঠন করে নাটক না করে প্রকৃত কারণ ও পেছনের শক্তিগুলোকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর