ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে নতুন করে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন হুমায়ুন কবির। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
তবে এই আসনে বিএনপির গুম হওয়া নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। হুমায়ুন কবির দেশে ফেরার পর থেকে ইলিয়াস আলীর অনুসারী ও তার বলয়ের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।