Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১১:২১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৩:১৭

নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নিয়েছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও প্রতিনিধি দলে রয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর