Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকর্মীর নিয়োগে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠান বর্জনের পরামর্শ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৩:৫০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:২৬

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব না দেওয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি)-কে লিখিতভাবে পরামর্শ দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ প্রস্তাব পেশ করে।

বৈঠক শেষে জানতে চাইলে ড. মঈন খান বলেন, ‘আমরা কোনো প্রস্তাব দিইনি। তবে খবর আছে, দলের পক্ষ থেকে ৩৬ দফার একটি প্রস্তাবনা সিইসির কাছে পাঠানো হয়েছে।’

প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোন্যালের নিয়োগের ক্ষেত্রে এমন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না যেগুলো দলীয় সংযোগের কারণে সর্বসাধারণের কাছে পক্ষপাতমূলক হিসেবে চিহ্নিত। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো— ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল ইত্যাদি।

বিজ্ঞাপন

সূত্রের খবর, ইতোমধ্যে ইসলামী ব্যাংকে সারাদেশে প্রায় ৫ হাজার কর্মকর্তা/কর্মচারীর নিয়োগ বাতিল হয়েছে। জনশ্রুতি আছে, শূন্য পদগুলো দ্রুত দলীয় লোকজনের জন্য পূরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌম্যর আনন্দ, সৌম্যর বেদনা!
২৩ অক্টোবর ২০২৫ ১৬:০৩

আরো

সম্পর্কিত খবর