Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: গোলাম পরওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৬:৫০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৮:৫৭

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সারাবাংলা

ঢাকা: জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যেসব আর্থিক বা বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, জামায়াতের সঙ্গে সেগুলোর কোনো মালিকানা বা প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বিতর্ক সৃষ্টি করা দুঃখজনক।’

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার আরও জানান, রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে তিনি বিএনপি নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর তালিকা দিয়ে পাল্টা বিবৃতি দেননি। তিনি আশা প্রকাশ করেন, বিতর্ক সৃষ্টি ও অপপ্রচার এভাবে না চালানো হবে।

উল্লেখ্য, পাঁচ দিন আগে বিএনপি প্রতিনিধি দল নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের বিষয়ে ইসিকে বৈঠকে সতর্কতার আহ্বান জানিয়েছিল। তাদের দাবি, বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া উচিত নয়।

জামায়াতের এই নেতা বলেন, ‘এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই।’

তিনি ইসিকে আহ্বান জানান, বিএনপির ‘বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবিকে গুরুত্ব না দিতে।

বিজ্ঞাপন

আবার ব্যাংকে ফিরছে নগদ টাকা
২৮ অক্টোবর ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর