Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ অক্টোবর ছিল মুজিববাদী রক্ষীবাহিনীর নমুনা: জাগপা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৯:২২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২০:১৪

যুব জাগপার উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী অপরাজনীতির বর্বরোচিত ইতিহাস ও আগামীর রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা।

ঢাকা: ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা ৭০-এর দশকের মুজিববাদী রক্ষীবাহিনীর নমুনা স্মরণ করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপার উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী অপরাজনীতির বর্বরোচিত ইতিহাস ও আগামীর রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও ১৪ দলের নৃশংস হামলা ও গণহত্যা বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখেছিল। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ আশা করেছিল আওয়ামী আমলে সংঘটিত সব গণহত্যার বিচার হবে। কিন্তু সরকার কেবল জুলাই গণহত্যার বিচার শুরু করে বাকিগুলো অবহেলা করেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘লগি-বৈঠা, পিলখানা, শাপলা চত্বর ও মোদি-বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার আজও ন্যায়বিচারের অপেক্ষায়।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রসঙ্গে জাগপা মুখপাত্র বলেন, ‘কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগেই গণভোটে আর কোনো বাধা নেই। তাই দ্রুততম সময়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার।

এ সময় আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, ফরিদপুর জেলা সমন্বয়ক নাসির উদ্দিন, যুব জাগপার নেতা জনি নন্দী, মো. ডালিম হোসেন, খান আতাউর রহমান আদর ও জাগপা ছাত্রলীগ নেতা এনামুল হকসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর