Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের সিদ্ধান্ত সন্তোষজনক: সারজিস আলম

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ২০:০৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২১:১৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই জাতীয় সনদের আদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জারি করতে হবে। নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলে তা দলীয় প্রভাবমুক্ত থাকবে। গণভোটের সিদ্ধান্তকে সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর আগে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে।

সারজিস আলম বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশে কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করে আগামীকালের মধ্যে সই করার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ নেই। তবে ‘নোট অব ডিসেন্ট’ বিষয়টিকে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছি। নির্বাচন অবশ্যই অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর