ঢাকা: বিএনপি প্রবাসী সদস্যদের জন্য অনলাইন সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম চালু করতে যাচ্ছে। আগামী ২ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানের লেকশো হোটেলের La Vita Banquet Hall–এ এই অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দাওয়াতপত্রটি দলের মহাসচিবের হাতে তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সহ–তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ আলী খান সারাবাংলাকে বলেন, ‘প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে এই অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হচ্ছে।’
দলীয় সূত্র জানায়, প্রবাসী নেতাকর্মীরা বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন। এতে বিদেশে থাকা বিএনপি–সমর্থকদের সঙ্গে দলের সংগঠনিক যোগাযোগ আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।