Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকায় প্রীতি ম্যারাথন ‘রান উইথ ড. আব্দুল মান্নান’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৮

“রান উইথ ড. আব্দুল মান্নান” শিরোনামের ম্যারাথনটি ইত্তেফাক মোড় থেকে শুরু হয়ে সদরঘাটে শেষ হয়।

ঢাকা: পুরান ঢাকাকে আধুনিক নগরীতে রূপান্তরের প্রত্যয়ে প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী) ড. আব্দুল মান্নানের নেতৃত্বে আয়োজিত হয় এ ম্যারাথন।

“রান উইথ ড. আব্দুল মান্নান” শিরোনামের ম্যারাথনটি ইত্তেফাক মোড় থেকে শুরু হয়ে সদরঘাটে শেষ হয়। এতে স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল “আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা” লেখা ব্যানার ও পোস্টার। পুরো আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। তরুণ-যুবক, প্রবীণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, ‘পুরান ঢাকা আমাদের ঐতিহ্য, কিন্তু আধুনিকতার স্পর্শ থেকে বঞ্চিত। আমরা চাই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পুরান ঢাকা—যেখানে নাগরিক সুযোগ-সুবিধা ও ঐতিহ্য দুটোই থাকবে সমান গুরুত্বে।’

তিনি আরও বলেন, ‘এই ম্যারাথনের মূল লক্ষ্য নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, চাঁদাবাজি-মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সবাইকে নিয়ে পুরান ঢাকাকে উন্নত নগরীতে রূপান্তর করা।’

ম্যারাথন শেষে সদরঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের ইতিবাচক সামাজিক উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নচেতনা জাগিয়ে তুলবে। তারা আধুনিক পুরান ঢাকা গঠনে ড. আব্দুল মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর