ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ইচ্ছাকৃত গড়িমসি চলছে। কিছু স্বার্থান্বেষী মহল জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদকে দুর্বল করতে যে কোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা ইমতিয়াজ বলেন, ‘২০২৬ সালে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা নয়, কারণ বর্তমান রাজনৈতিক কাঠামো গঠিত হয়েছে জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে। সেই প্রেক্ষাপট মুছে দিতে এখন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করা জরুরি। যারা নির্বাচনের দিনই গণভোটের প্রস্তাব দিচ্ছেন, তারা আসলে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। জাতি তাদের অবস্থান ঘৃণার সঙ্গে স্মরণ করবে।’
মাওলানা ইমতিয়াজ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে দেরি না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে জাতি স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।’
 
                                     
                         
                         
                        