Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থীকে অভিনন্দন জামায়াত প্রার্থীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১১:৪৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১২:৫৪

জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার।

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওই আসনের জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) আতাউর রহমান সরকার জানান, বি-বাড়ীয়া ৪ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় মুশফিকুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, ‘আমার সৌভাগ্য দেশের একজন প্রবীণ মুরুব্বীর সঙ্গে নির্বাচন যুদ্ধে অংশগ্রহণ করবো। আমরা আমাদের ভাবনা জনগণের সামনে তুলে ধরবো। জনগণ তার দৃষ্টিতে যিনি ব্যক্তি জীবনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু সে ধরনের নেতৃত্ব তারা বাছাই করে নেবে।’

বিজ্ঞাপন

আতাউর রহমান সরকার বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। আমি আশা করবো কসবা-আখাউড়ায় এবার ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনীতিতে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকবে। দিন শেষে আমরা সবাই কসবা-আখাউড়ার সন্তান। আমি আশা করবো; পারষ্পরিক শ্রদ্ধাবোধ, সব দল ও মতের মানুষকে নিয়ে বুঝাপড়া করে চলতে পারবো আমরা। যা এই জনপদের দীর্ঘ সময়ের ঐতিহ্য।’

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর