Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৫:০৫ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৬:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। একটা নিজের সৃষ্টি, আরেকটা পুরোনো দল। ওরা যা বলে তাই করছে। জনভিত্তি কোথায় তাদের? সবশেষ প্রতীক নিয়ে তারা যা বলেছে, তা-ই কার্যকর হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যেখানে ঠিক করে বলা কঠিন কারা দেশ চালাচ্ছে। সরকার শুধু সংস্কারের কথা বলছে, কিন্তু বাস্তবে কী সংস্কার হয়েছে, তা বোঝা যাচ্ছে না। বেকার সমস্যা বেড়েছে, মানুষের জীবনের চাপ বৃদ্ধি পেয়েছে, ঢাকায় ফুটপাতের দোকানও বাড়ছে, কিন্তু সরকারের দৃষ্টি সেগুলোর দিকে নেই।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর