ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নিজে লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে গণসংহতি আন্দোলনের নতুন কমিটির পরিচিতি এবং আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
রোববার (২ নভেম্বর) গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হন আবুল হাসান রুবেল।
দলীয় প্রার্থী ঘোষণার সময় জোনায়েদ সাকি বলেন, ‘আমরা প্রগতিশীল, উদার মধ্যপন্থি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা চালাচ্ছি। গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলছে।’
তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধি একটি অগণতান্ত্রিক পদক্ষেপ। একই সঙ্গে জোটগতভাবে প্রতীকে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— আবুল হাসান রুবেল (পাবনা-৪, ঢাকা-১০), তাসলিমা আখতার (ঢাকা-১২), হাসান মারুফ রুমী (চট্টগ্রাম-৯), দেওয়ান আব্দুর রশীদ নীলু (বরিশাল-৫), তরিকুল সুজন (নারায়ণগঞ্জ-৫), মনির উদ্দীন পাপ্পু (ঢাকা-৭), বাচ্চু ভূঁইয়া (ঢাকা৩), অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ (রাজশাহী-২), দীপক কুমার রায় (লালমনিরহাট-২ ও ৩), আলিফ দেওয়ান (টাঙ্গাইল-৬), ফাতেমা রহমান বিথিসহ (টাঙ্গাইল-৫) আরও অনেকে দেশের বিভিন্ন আসনে।
সাকি বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সংসদে যাওয়া নয়; জনগণের প্রকৃত ক্ষমতা পুনরুদ্ধার করা। আমরা চাই রাজনীতিতে জবাবদিহিতা ও নৈতিকতার চর্চা ফিরে আসুক।’