Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৯:১৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

ঢাকা: আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি— বলেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, ‘আমাদের সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত হয়— এটাই আমাদের লক্ষ্য। বিএনপি আগামীর শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন, সংস্কৃতি ও খেলাধুলা নির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের কর্মপরিকল্পনা নিয়েছে।’

বিজ্ঞাপন

নারী শিক্ষায় বিএনপির অবদান তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল— যা ছিল যুগান্তকারী পদক্ষেপ। এর সুফল সমাজ এখনও পাচ্ছে।’

খেলাধুলার বিকাশে পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় ইনডোর সুবিধাসহ ‘মিনি স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাজধানীর ১০০টি ওয়ার্ডে মাঠ তৈরি ও বয়স্কদের জন্য হাঁটার পথ করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে আত্মনির্ভর ও শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে উঠুক।’

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর