Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, তাই বিএনপিতে যুক্ত হয়েছি: স্নিগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১২:১৬ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৪

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে তিনি লেখেন, সব পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, তাই বিএনপিতে যুক্ত হয়েছি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে যোগদানের কারণ ও রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা জানান স্নিগ্ধ। এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন তিনি।

বিজ্ঞাপন

স্নিগ্ধ পোস্টে বলেন, ‘জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার।’

তিনি আরও বলেন, ‘বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার সঙ্গে কাজ করতে আগ্রহী। সকল পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, তাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি। এতে জুলাইয়ের ঐক্য শক্তিশালী হবে।’

স্নিগ্ধ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তরুণদের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন। ‘এর মাধ্যমে জাতীয়তাবাদী দল ও তরুণদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারব বলে বিশ্বাস করি। তবে আমি শুধু বিএনপির সঙ্গে নয়, বাংলাদেশপন্থি ও জুলাইপন্থি সকলের সঙ্গে কাজ করে যেতে চাই।’

মীর মাহফুজুর রহমান মুগ্ধ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম প্রতীক। তার স্মৃতিতে গড়ে ওঠা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের নেতৃত্বে ছিলেন স্নিগ্ধ, যিনি দীর্ঘদিন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।