Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারাবদ্ধ জামায়াত: ডা. শফিকুর

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১৫:১৫

রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথি ডা. শফিকুর রহমান।

ঢাকা: ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করার ক্ষেত্রে জামায়াতে ইসলামী কারও সঙ্গে আপোষ করবে না— আমরা কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ঢাকা–১৫ আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত কেবল প্রতিশ্রুতির রাজনীতি করে না বরং দেশ ও জাতিকে এক ‘নতুন বাংলাদেশ’ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। নির্বাচনের আগে অনেকেই বাংলাদেশকে আমেরিকা বা কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর ওয়াদা ভোলে। গত ৫৪ বছরে মানুষ বহুবার প্রতারিত হয়েছে— এবার এসব ধোঁকাবাজকে না বলতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এদেশ কারও নির্দেশে চলবে না। আমরা কাউকে ‘দাদা’ বা ‘বড় ভাই’ মানবো না। আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কারও সঙ্গে বৈরিতা নয়— বরং বন্ধুত্ব ও সমতার ভিত্তিতেই হবে আমাদের পররাষ্ট্রনীতি।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ঢাকা–১৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব শাহ আলম তুহিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এবং মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।

এর আগে আমীরে জামায়াত পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমা, বাইতুল আরাফা মসজিদে আসর ও বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং কুশল বিনিময় করেন। মাগরিবের পর তিনি পশ্চিম মনিপুরে জামায়াত আয়োজিত সূধী সমাবেশেও বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর