Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৪:৪৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সারাবাংলা

ঢাকা: বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কথায় কথায় রাস্তায় নামার প্রবণতা থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংবিধানের আলোকে গঠিত হয়েছে এবং তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোটের কোনো ধারা নেই। ভবিষ্যতে সংসদের মাধ্যমে তা সংযোজনের উদ্যোগ নেওয়া যেতে পারে।’

আমীর খসরু বলেন, ‘দাবি মানল না বলে কথায় কথায় রাস্তায় নামলে সংঘাতের ঝুঁকি বাড়বে। যদি বড় রাজনৈতিক দল পালটা কর্মসূচি দেয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। রাজনৈতিক সমস্যার সমাধান সংলাপের মাধ্যমেই আসা উচিত।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতিতে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা গড়ে উঠেছে— ঐক্যমতের বাইরে কিছু বলা যায় না। আমাদের ৩১ দফার অনেক প্রস্তাব এখনো ঐক্যমতের বাইরে, তাই বলে কি আমি রাস্তায় নামবো? না, আমি জনগণের কাছে যাব।’

চট্টগ্রামের সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ওই ঘটনায় একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাদের অন্তর্কোন্দল জড়িত। তবে কেউ নির্বাচনের সময়সূচি পেছানোর জন্য ঘটনাটি ঘটিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।’

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির সময়ে কখনও শেয়ারবাজার ধসে পড়েনি। অর্থনীতি ছিল শক্ত অবস্থানে। আমরা প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দিই এবং জনগণকে ক্ষমতায়ন করি। দলের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য।’

তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং উদ্যোক্তারা বাড়ি থেকেই ব্যবসার লাইসেন্স নিতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর