Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভবন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৭:০৯ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১৮:৩০

শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের আয়োজিত গণভবন এলাকা পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযানে জামায়াতে ইসলাম।

ঢাকা: গণভবনের আবাসিক এলাকা ও আশপাশকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৮ নভেম্বর) সকালে শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের আয়োজিত গণভবন এলাকা পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পরিচ্ছন্নতার অভাবে চারপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। আজকের অভিযান একটি প্রতীকী উদ্যোগ। আমাদের লক্ষ্য হলো এলাকাটি ও আশপাশকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করা।’

বিজ্ঞাপন

অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমির আবু সাঈদ মণ্ডল, সেক্রেটারি তারিফুল ইসলাম, থানা শূরা ও কর্মপরিষদের সদস্যরা, এবং অন্যান্য জামায়াত নেতা।

সাইফুল আলম খান মিলন আরও বলেন, ‘উদ্যোগের মূল লক্ষ্য হলো নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা।’

স্থানীয় জনগণ ও এলাকাবাসী এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত চালানোর প্রত্যাশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর